তালা প্রতিনিধি: তালিয় দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে করনীয় শীর্ষক অধি- পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে, সংস্থার ইয়াফসি-২ প্রকল্পের অধিন সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমীন’র সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, সমাজ সেবা অফিসার সুমনা শারমীন, সমবায় অফিসার রফিকুল ইসলাম, তালা থানার এসআই রাজিব, এলজিইডি অফিসের অফিসার গাজী উজ্জল ও তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান।
খ্রীশ্চিয়ান এইড বাংলাদেশ’র অর্থায়নে অনুষ্ঠিত পরামর্শ সভা পরিচালনা করেন, দলিত’র কর্মসূচী প্রধান বিকাশ কুমার দাশ। এসময় অন্যান্যের মধ্যে দলিত’র ম্যানেজার (অডিট এন্ড মনিটরিং) উত্তম কুমার দাস, কম্পিউটার প্রশিক্ষক পবিত্র দাস, সোশ্যাল মোবিলাইজার দিপ্তি দাস ও সাপোর্ট স্টাফ যুগোল সরকার সহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলন।
সভায়, দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে আলোচনা হয়।