এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ধামরাইল মৌজায় ডগের বাল্লা রাস্তার সংস্কার কাজের উদ্বোধনে ভোগান্তির অবসান হলো অত্র এলাকার মানুষের। জানা গেছে ধামরাইল এর উক্ত রাস্তাটি শুধুমাত্র মাটি দিয়ে হওয়ায় বৃষ্টির মৌসুমসহ বিভিন্ন সময়ে চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হয় স্থানীয়দের। যেহেতু রাস্তাটির অবস্থা এতটাই নাজেহাল যে যানবাহন চলাচলেরও কোনো সুযোগ নাই। ফলে একদিকে যেমন এলাকার অসংখ্য মৎস্য চিংড়ীর ঘের ও ধানচাষীদের ভোগান্তি অন্যদিকে স্থানীয় বসবাসরতদেরও করুন পরিস্থিতির শিকার হতে হয় দৈনন্দিন।
স্থানীয়দের অনেকের অভিমত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এপর্যন্ত এ রাস্তাটিতে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। পাশাপাশি বলেন হটাৎ কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক আমাদের প্রায় তিন কি:মি: পথ পায়ে হেঁটে মেইন রাস্তায় উঠতে হয় যা কিনা আমাদের জন্য বেশ কষ্টসাধ্য এবং রুগির দুর্ঘটনার আশংকায়ও থাকতে হয়। এমতাবস্থায় উপরে উল্লেখিত বিষয়গুলো অত্র ইউনিয়নের চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস এর দৃষ্টিগোছর হলে তিনি দীর্ঘদিনের জরাজীর্ণ রাস্তাটির বেহাল অবস্থাসহ সার্বিক দিক বিবেচনা করে ও স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে অত্র রাস্তাটির সংস্কারের উদ্যোগ নেন। ফলস্বরূপ সকাল ১০ টায় উক্ত রাস্তাটি সংস্কারের শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস। এসময়ে তিনি উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন আমি কাজ প্রিয় মানুষ, আপনারাতো জানেন আমার পরিবারকে সূদুর আমেরিকায় রেখে শুধুমাত্র আমার জন্মভূমির মানুষগুলোর ভালোবাসার টানে ও সেবা করার মানুষিকতা নিয়ে জন্মভূমির মানুষগুলোর সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি বাকি আল্লাহ্ ভরসা, পরিশেষে বলেন আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের জন্য দোয়া করবেন। উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ সরদার, ৬নং ইউপি সদস্য মোঃ কায়ূম হোসাইন নান্নু, মোঃ আনিছুর রহমান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য এসনেয়ারা বেগম, জুলেখা পারভীন, আজিজুল গাজীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।