Site icon suprovatsatkhira.com

কয়রায় বায়তুল মামুর জামে মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন

কয়রা প্রতিনিধি : কয়রা উপজেলার কালনা-শিমলারআইট- অন্তাবুনিয়া বাইতুল মামুর জামে মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু। গতকাল শুক্রবার দুপুরে মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এমপি বাবু বলেন, দেশে ইসলামের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার যে কাজ করেছে, অন্য কোন সরকার তা করেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে জাগরিত করতে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তেমনি তার সুযোগ্য কন্যা জননেত্রেী শেখ হাসিনাও আধুনিক ইসলাম বিস্তার ঘটাতে অর্ভুতপূর্ব অবদান রেখে চলেছেন। কওমী মাদ্রাসার স্বীকৃতি অন্য কোন সরকার দেয়নি, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অন্য কেউ প্রতিষ্ঠা করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় সরকার নিজস্ব অর্থায়নে সারা দেশে নির্মিত হচ্ছে আধুনিক নির্মাণশৈলী আর নান্দনিক ডিজাইনের ৫৬০ টি মডেল মসজিদ। তিনি সকলের উদ্দেশ্য আরও বলেন, যারা ইসলাম ও দেশের ক্ষতি করতে চায়, তাদের বিষয়ে সদাসতর্ক থাকতে হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম, কয়রা থাানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) ইউপি চেয়ারম্যান এস.এম বাহারুল ইসলাম, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, আলহজ্ব আঃ সামাদ গাজী, জিয়াউর রহমান জুয়েল, মোঃ আছের আলী মোড়ল, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও কৃষকলীগের সভাপতি প্রভাষক শাহাবাজ আলী, মহারাজপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম, প্যানেল চেয়ারম্যান বিভুতি ভূষণ রায়, ইউপি সদস্য আবু সাইদ মোল্যা, কমসজিদের সভাপতি সাহেব আলী খোকন, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, জাকারিয়া হোসেন,উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাষ্টার আঃ হালিম, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, প্রজন্মলীগ নেতা শামিম হোসেন, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল সহ ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও এলাকার শতশত ধর্মপ্রাণ মূসাল্লীবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version