জুন ২৫, ২০২৩
কয়রায় প্রাথমিক বিদ্যালয়ে নেই বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা
মোঃ রউফ, কয়রা প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে নেই পর্যপ্ত পরিমাণ বিশুদ্ধ খাবার পানির ব্যবস্তা। জানা গেছে উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের শাকবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই গভীর নলকূপ বৃষ্টি সংরক্ষণ করে রাখার মতো সেরকম ব্যবস্তাও নেই। প্রধান শিক্ষক বলেন কিছু দিন হয়েছে একটি এন জিও র মাধ্যমে একটা পানির টাংকি দিয়েছে সেটাই বর্তমান বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখা হচ্ছে। মঠবাড়ি শান্তিময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে সেখানে টিউব অয়েলর পানি লবণাক্ত সেটি ছাত্র-ছাত্রীরা খেতে পারেনা পানির টাংকি আছে সেটাতে পর্যপ্ত পরিমাণ পানি থাকেনা। প্রধান শিক্ষক এসকেন্দার বলেন আমার স্কুলে টিউব অয়েল স্যাকসেস ফুল নয় ও ছাত্র-ছাত্রী দের জন্য সারা বছর পরিমান মতো পানি থাকেনা। পূর্ব মঠবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই টিউব অয়েল পানির টাংকি কোনো ভাবে চলছে। প্রধান শিক্ষক কৃষ মন্ডল বলেন আমার স্কুলে বিশুদ্ধ খাবার পানির খুব খারাপ অবস্তা টিউব অয়েল নেই ও কিছু দিন হলো একটা টাংকি পেয়েছি সেটাতে বৃষ্টি পানি সংরক্ষণ করে রাখছি। খবর নিয়ে আরো জানা গেছে উত্তর বেদকাশি গাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,কয়রা সদরের ৪৩নং মোংলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়,৬নংকয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে নেই বিশুদ্ধ খাবার পানির ব্যবস্তা। বিষয় টা নিয়ে কথা হয় সহকারী শিক্ষা অফিসার কয়রা উপজেলা মোঃ আনোয়ার হোসেন এর সাথে তিনি বলেন স্থানীয় জনপ্রতিনিধি দের সাথে কথা হয়েছে তারা কত টুক কি করবে সেটা তারা জানে। 8,560,066 total views, 10,672 views today |
|
|
|