Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় ৩ টি স্বর্ণের বার জব্দ, আটক এক

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া থানার কাজিরহাট এলাকা থেকে স্বর্ণের বারসহ এক পাচারকারিকে আটক করেছে বিজিবি। শুক্রবার বিকাল ৪ টার দিকে এক অভিযান চালিয়ে ৩ টি সোনার বারসহ মজনু খান (৪১) নামের পাচারকারিকে আটক করা হয়। আটক মজনু খান মানিকগঞ্জ জেলার সিংড়া থানার চাড়াভাঙ্গা গ্রামের আশেদ আলী খানের ছেলে।

বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন’র (৩৩ বিজিবি) অধিনায়ক, লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিএসসি, জি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলারোয়া উপজেলার ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর এলাকাধীন কাজীরহাট ঠাকুরবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচার হবে। উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের হাবিলদার মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত এলাকায় গোপনে অবস্থান করে। এ সময় স্বর্ণ পাচারকারি মজনু খান আটক করে তার দেহ তল্লাশী করে। পরে তার হাতে থাকা ব্যাগের ভিতরে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ০৩টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩৪৯ গ্রাম ৯২০ মিলিগ্রাম যার মূল্য ২৯,৫৩,৩২৫/- (উনত্রিশ লক্ষ তিপান্ন হাজার তিনশত পঁচিশ) টাকা।
এ বিষয়ে আসামীকে কলারোয়া থানায় সোপর্দ ও স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version