Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী-২৩’ উৎযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলার পাবলিক ইনস্টিটিউটে সংগঠনের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়া প্রবাসী এসএম আলতাফ হোসেন লাল্টুর সার্বিক দিক নির্দেশনায় ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম বিকু মল্লিকের সার্বিক সহযোগিতায় দিবসটি উৎযাপনে পতাকা উত্তোলন, আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও কেক কেটে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যরা। “সুন্দর সমাজ বির্ণিমানে তরুণরা হবে আলোর দিশারী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল ফোয়াদ অভি।
সংঘের সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্টা এ্যাড: শেখ কামাল রেজা, সংঘের উপদেষ্টা শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু,সংঘের উপদেষ্টা সমাজ সেবক এনায়েত খান টুনটু, স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র সভাপতি ক্রীড়াব্যক্তিত্ব শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন, অবসরপ্রাপ্ত শিক্ষক কপাই কর্মকর্তা আব্দুর রহমান, প্রধান শিক্ষক এবাদুল হক, সংঘের আইসিটি বিষয়ক সম্পাদক সাংবাদিক ফারুক রাজ, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, সাংবাদিক জুলফিকার আলী, স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধন’র সাধারণ সম্পাদক ইউছুপ আলী, সংঘের কর্মকর্তা তৌহিদুজ্জামান তৌহিদ, সাংবাদিক আজমল হোসেন বাবু, কর্মকর্তা নাহিদ হাসান, ইমাম হোসেন রাকিব, আবুল বাশার, নাহিদ হাসান, প্রান্ত, আব্দুর কাদের সহ বিভিন্ন ইউনিয়ন কমিটির কর্মকর্তা- সদস্যবৃন্দ, সুধী, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।
পরে, বর্ণাঢ্য র‌্যালিটি পৌর সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে পুন:রায় সভা মঞ্চে মিলিত হয়ে কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রিমিয়ার ছাত্র সংঘের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে মিষ্টিমুখ ও এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version