Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় দফাদার ও গ্রাম পুলিশের মাঝে বাই-সাইকেল ও পোষাক বিতরণ

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া উপজেলার ১২ টি ইউনিয়নে কর্মরত সকল দফাদার ও গ্রাম পুলিশদের মাঝে ২০২২-২৩ অর্থ বছরের জন্য একটি করে বাই সাইকেল, পোষাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সমস্ত সরঞ্জামাদি বিতরণ করেন সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন. কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আবুল কালাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, চেয়ারম্যান বিশাখা সাহা, উপজেলা শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান, উপজেলা প্রকৌশলী সুদৃপ্ত কর দৃপ্ত, বিআরডিবি কর্মকর্তা সোহেল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহিদুর রহমান, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মমতাজ পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, সহকারী প্রোগ্রাম আিফসার মোতাহার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসানসহ উপজেলায় কর্মরত সকল দপ্তরের প্রধানগণ ও সমাজের নানা শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। এ সময় প্রধান অতিথি দফাদার ও গ্রাম পুলিশের হাতে সরঞ্জামাদি তুলে দিয়ে সকলের উদ্দেশ্যে বলেন, সমাজের নানা ধরনের অপকর্ম প্রশাসনের নিকট যথাসময়ে তথ্য পোঁছানোই হবে আপনাদের প্রধান কাজ। তাহলেই আপনাদের দ্বারা দেশ ও জাতীর কল্যাণ হবে। তিনি সকলকে সঠিক ভাবে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version