Site icon suprovatsatkhira.com

উদ্যোক্তা ও কনজুমার গ্রæপ সদস্যদের নিয়ে আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি : কলারোয়া পৌরসভার গরিব, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট ও পরিচ্ছন্ন জীবন যাপনমান উন্নত করার জন্য হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে ওয়াস এসডিজি-ডবিøউএওয়াই সাব প্রোগ্রাম বাংলাদেশ ইমপ্লিমেন্টেশন ফেইজ-২’ বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। চলমান প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে ১৩ জুন মঙ্গলবার কলারোয়া পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে উন্নত ওয়াস সেবা বিষয়ক উদ্যোক্তা ও কনজুমার গ্রæপ সদস্যদের নিয়ে কলারোয়া পৌরসভা হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয় উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক আলী আহম্মেদ। উদ্যোক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন আবু হাসান, রতœা, ও আনোয়ার হোসেনসহ অন্যান্য। কনজুমার গ্রæপ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুয়ারা, মঞ্জুয়ারা, লিলি ও ইভাসহ অন্যান্য। সভায় এলাকার মানুষ যাতে উন্নত ওয়াস সেবা পায় তার জন্য উদ্যোক্তাদের করণীয় বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হোপ ফর দি পুওরেষ্ট’র টাউন কোঅর্ডিনেটর মৃনাল সরকার ও রোকসানা পারভীন। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version