Site icon suprovatsatkhira.com

আত্মসর্মপণকারী দস্যুরা পেলেন র‌্যাবের ঈদ উপহার

নিজস্ব প্রতিনিধি: সুন্দরবনরে আত্মসর্মপণকারী ১৫ জলদস্যুদের হাতে ঈদসামগ্রী তুলে দলিনে র‌্যাপডি অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। রবিবার (২৫ জুন) সকালে র‌্যাব মহাপরিচালকের পক্ষ থেেক সাতক্ষীরা কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বনদস্যুদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। ঈদুল আজহার আগমুর্হুতে র‌্যাবের পক্ষ থেকে উপহার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন আত্মসর্মপনকৃত দস্যুরা।
এ বিষয়ে র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষনা করেন। এরই ধারাবাহিকতায় এখনও শান্তির সু-বাতাস বইছে সুন্দরবনে। অপহরণ করে মুক্তিপন দাবি ও হত্যার ঘটনা এখন আর নেই। অপরদিকে আতœসর্মপনকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছনে। সরকাররে পক্ষ থেেক আতœসর্মপণকারী সকল জলদস্যু-বনদস্যুর বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও র্ধষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল মামলা সংশ্লিষ্ট আদালত কর্তৃক নিষ্পত্তির বিষয়টি পক্রিয়াধীন। প্রধানমন্ত্রীর সঠিক দিকনির্দেশনায় এবং স্বরাষ্ট্র মন্ত্রীর প্রত্যক্ষ তত্বাবাবধান ও র‌্যাবের সক্রিয় অংশগ্রহণে সুন্দরবন আজ জলদস্যমুক্ত।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version