নিজস্ব প্রতিবেদক : রবিবার বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরার রসুলপুর ফুটবল মাঠে শরিফুল ইসলাম ফুটবল একাডেমি বনাম রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মধ্যকার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলার শুরু থেকে উভয় দলের মধ্যে টানটান উত্তেজনা লক্ষ্য করা যায়। চলে আক্রমণ পালটা আক্রমণ। এক পর্যায়ে ডাক্তার শরিফুল ইসলাম ফুটবল একাডেমীর খেলোয়াড় আল-আমিন হোসেন আচমকা কিক নিলে প্রতিপক্ষর গায়ে লেগে আত্মঘাতী গোলে রূপান্তরিত হয়। পরে রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান পালটা আক্রমণ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই গোল দিয়ে সমতা ফেরায়। রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ১-১ গোলে প্রথমত দিয়ে শেষ করে দুই দল। দ্বিতীয় অধ্যায় আরো আগ্রাসী ফুটবল উপহার দেয় দুই দল। পরবর্তীতে দ্বিতীয় অর্ধে ২০ মিনিটে ডাক্তার শরিফুল ইসলাম ফুটবল একাডেমির আক্রমণ ভাগের খেলোয়াড় আল-আমিন রক্ষণভাগকে ফাঁকি দিয়ে গোলরক্ষককে বোকা বানিয়ে দ্বিতীয় গোল আদায় করেন খেলা শেষ বাঁশি বাজার আগেই ২-১ গোলে জয়লাভ করেন ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমি। অসংখ্য দর্শকের মধ্যে উপভোগ করেন রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক লিয়াকাত হোসেন অরুণ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর হোসেন প্রচার সম্পাদক, জাকির হোসেন সহ প্রচার সম্পাদক ডাঃ শহিদুল ইসলাম ফুটবল একাডেমি, আসিফ, হাসানুল বান্না সোহাগ, মোখলেসুর রহমান, ইকবাল হোসেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার শরিফুল ইসলাম ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমি প্রমূখ। রেফারী হিসেবে ম্যাচটি পরিচালনা করেন সাইদ হাসান, তামান্না সুলতানা (আখি) ও সীমান্ত।
২-১ গোলে হারিয়ে ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমির জয়লাভ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/