Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি : বহুবছর ধরে সাতক্ষীরার বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বী সংগঠনসহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখা পরস্পর সৌহার্দপূর্ণভাবে বিভিন্ন ধর্মানুষ্ঠানসহ বিভিন্ন সাম্প্রদায়িক সহিংসতা এবং অন্যায়-অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছিল। কিন্তু বিগত ০২/০৩ বছর ধরে দেখা যাচ্ছে যে, সাতক্ষীরার এক সময়ের সুনামধন্য চিকিৎসক ডা. সুশান্ত ঘোষ এর জ্যৈষ্ঠ পুত্র নামসর্বস্ব ডাঃ সুব্রত ঘোষ ঢাকা হতে পড়ালেখা শেষে সাতক্ষীরাতে এসে আমাদের হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের পারস্পরিক সম্পর্কের মধ্যে বিঘœ ঘটাতে থাকে। একজনের সাথে আরেকজনের দ্ব›দ্ব বাঁধানোর জন্য নানা প্রকার মিথ্যাচার, কটূক্তি এবং কুরুচীপূর্ণ অশ্লীল কথা প্রচারসহ জাতি, বর্ণ, গোষ্ঠী নিয়েও আপত্তিকর মন্তব্য করতে থাকে। জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর পদ পাওয়ার অহংকারে সে হিতাহিত জ্ঞান হারিয়ে সমাজের বিভিন্ন পেশার মানুষ সম্পর্কে তার নিজস্ব ফেসবুক আইডিতে কটূক্তিমূলক মন্তব্য করতে কখনও কুন্ঠাবোধ করে না। বিশেষ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে দফায় দফায় প্রায় ০১ (এক) বছর ধরে নানান আপত্তিমূলক কটূক্তিমূলক মন্তব্য করেছে, যার প্রমাণ তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালেট থেকে সংগ্রহ করে রাখা আছে। কথিত আছে সে টাকার বিনিময়ে, তোষামদী করে জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন সংগঠনের পদ-পদবী লাভ করেছে। সম্প্রতি গত ২৭/০৫/২০২৩ খ্রি. তারিখের খুলনা বিভাগীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধি সভার কিছু খন্ডচিত্র দেখে সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমিন ও জেলা সাংগঠনিক সম্পাদক অসীম দাস সোনা সম্পর্কে নানান আপত্তিকর, অপমানজনক কটূক্তিমূলক মন্তব্য করে। বিগত ০১ বছরে সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য বিশ্বনাথ ঘোষ, এড. সোমনাথ ব্যানার্জী ও সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল সম্পর্কে জাতি, বর্ণ, গোত্র উল্লেখ করে নানান কটূক্তি করলে সাংগঠনিকভাবে তার পিতাকে জানানো হলেও কোন সমাধান হয়নি, বরং সে তার ফেসবুক আইডিতে নানান কটূক্তিমূলক মন্তব্য অব্যাহত রাখে। এমতাবস্থায় সাতক্ষীরা জেলা হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের মধ্যে পারস্পরিক সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ডা. সুব্রত ঘোষ হতে সকলকে সতর্ক থাকার আহŸান করে সাংগঠনিকভাবে তাকে নিন্দা জানিয়ে সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য বিশ্বনাথ ঘোষ, সিদ্ধেশ্বর চক্রবর্তী, পৌল সাহা, সুধাংশু শেখর সরকার, গৌর চন্দ্র দত্ত, অ্যাড. সোমনাথ ব্যানার্জী, সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমিন, শিব পদ গাইন, বাসুদেব সিংহ, সাংগঠনিক সম্পাদক অসীম দাস সোনা, শিল্প সাহিত্য বিষয়ক সম্পাদক বলাই দে, সহ-তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রবীর পোদ্দার, যুব বিষয়ক সম্পাদক পলাশ দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক সঞ্জীব ব্যানার্জী, সহ-সাংস্কৃতিক সম্পাদক রমেশ মজুমদার, প্রচার সম্পাদক বিকাশ দাস, ছাত্র বিষয়ক সম্পাদক দেবাশীস বসু শেখর, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক অসীম কুমার সাধু, সদস্য তারক মন্ডল, জন গুরুচরন হালদার ও নির্মল সরদার।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version