জুন ৬, ২০২৩
সাতক্ষীরায় ইসলামী আন্দোলন’র দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত
![]() সোমবার সকাল ৮:০০ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপনায় নবারুণ স্কুল মোড়স্থ জেলা কার্যালয়ে জেলা, উপজেলা, ইউনিয়ন দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মাও: এ.কে.এম রেজাউল করিম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সহ-সভাপতি মুফতী আব্দুল হান্নান, সহ-সভাপতি ডা: ইছহাক, সহ-সভাপতি মো: ছারোয়ার আলম দ্বীনি সংগঠন সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম। প্রধান অতিথি উপস্থিত সকলকে তারবিয়াত প্রদান করেন এবং বিভিন্ন বিষয়ে সাংগঠনিক পরামর্শ দেন। তিনি সমাজের উন্নয়ন ও সমাজকে ধংসের পথ থেকে ফিরিয়ে আনার জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি মুবাশ^ীর হুসাইন আলমগীর, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক অজিয়ার রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি মো: মুবাশশীরুল ইসলাম তকী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি গাজী মো: আসাদুল্লাহ-সহ প্রত্যেক থানা, উপজেলা ও ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি ও দায়িত্বশীলবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক কাজী মো: ওয়েজ কুরণী, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা। (প্রেস বিজ্ঞপ্তী)। 6,580,333 total views, 1,751 views today |
|
|
|