জুন ১৬, ২০২৩
শ্যামনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ড অনুষ্ঠিত
মোস্তফা কামাল: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ (অনূর্ধ্ব-১৭) বালক এর ২য় রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন (শুক্রবার) নকিপুর সরকারী এইচ সি পাইলট মডেল হাইস্কুল মাঠে ২য় রাউন্ডের খেলাটি প্রত্যক্ষ করেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন সহ সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যানবৃন্দ । ২য় দিনে ২য় রাউন্ডে ৬ টি ইউনিয়নের মধ্যকার খেলায় বিজয়ী ইউনিয়ন গুলো হল- আটুলিয়া , মুন্সিগঞ্জ ও ঈশ্বরীপুর। ১৬ জুন (শুক্রবার) খেলা গুলো ট্রাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হয়। খেলায় আটুলিয়া (৭) বনাম কাশিমাড়ী (৬), মুন্সিগঞ্জ (২) বনাম পদ্মপুকুর (০), ঈশ্বরীপুর (৪) বনাম বুড়িগোয়ালিনী (৩) গোলের ব্যবধান হয়। ২য় রাউন্ডের পরাজিত দলগুলোর মধ্যে সেরা কাশিমাড়ী ইউনিয়ন হওয়ায় সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন। ১৭ জুন একই স্থানে বিকালে সেমিফাইনাল খেলা হবে- আটুলিয়া বনাম ইশ্বরীপুর ও মুন্সিগঞ্জ বনাম কাশিমাড়ী ইউনিয়ন। খেলা উপভোগ করতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপুর্ণ ভাবে খেলাগুলো সুন্দর পরিবেশে প্রাণবন্ত হয়ে উঠে। 8,413,027 total views, 1,180 views today |
|
|
|