জুন ১৪, ২০২৩
শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক
![]() নিজস্ব প্রতিনিধি: কোস্ট গার্ডের বিশেষ অভিযানে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের সাপখালি কয়ালপাড়ার কালভার্ট এর পার্শ্ববর্তী মাঠ থেকে ১৩৯ পিচ ইয়াবাসহ আনিছুর রহমান (৩৫) নামে এক যুবককে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আটক করেছে। আটককৃত আনিছুর রহমান শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামে মোঃ খলিল মল্লিকের ছেলে। কৈখালী স্টেশন কোষ্টগার্ডের পেটি অফিসার (পিও) এম.এম মোত্তালিব জানান, গোপন খবরের ভিত্তিতে তার নেতৃত্বে কোস্ট গার্ড সদস্যরা মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কৈখালি ইউনিয়নের সাপখালি কয়ালপাড়ার কালভার্ট এর পার্শ্ববর্তী মাঠ থেকে আনিছুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে ১৩৯ পিচ ইয়াবা জব্দ করা হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় কোস্ট গার্ডের পক্ষ থেকে আটককৃত আনিছুর রহমানের নাম উল্লেখ করে মঙ্গলবার রাতে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 6,558,326 total views, 348 views today |
|
|
|