জুন ৪, ২০২৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনার প্রতিবাদে মানববন্ধন
![]() নিজস্ব প্রতিনিধি: রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আণজুমানার খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সিডো নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস,অর্জন ফাউন্ডেশন নির্বাহী পরিচালক মহুয়া মন্জুরী, জ্যো¯œা দত্ত,্আশ্রয় সংস্থার পরিচাখ গিয়াস উদ্দীন সরদার, জয় সংস্থার সভানেত্রী নেত্রী খুরশিদ জাহান প্রমুখ। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির এ ঘটনা সারা দেশের মানুষের জন্য লজ্জাজনক একটি বিষয়। বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখাসহ সকল মানবাধিকার সংগঠন এ ঘটনার প্রতিবাদ জানায় এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তি ও আইনী ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়। 6,580,355 total views, 1,773 views today |
|
|
|