সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে কালিঞ্চীতে বিক্রিত জমি পুনরায় বিক্রয় করে প্রতারনা করার অভিযোগ উঠেছে। সরজমিনে জানা যায় , শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামের মৃত বিষ্টু পদ গায়েনের পুত্র স¤্রাট গায়েন একই এলাকর মৃত অজিয়ার গাজীর পুত্র মহসিন গাজীর নিকট বিগত ৮ মাস পূর্বে ৬১৩ নং দলিল মুলে জমি কোবলা দেয়। তাছাড়া স¤্রাটের কাকা বিমল গায়েন, পিং- অঘোর গায়েন, সাং- কালিঞ্চি ৩৫ বছর আগে ভারতে যাওয়ার সময় তার জমি মৌখিক ভাবে স¤্রাটের কাছ বিক্রয় করে যায়। এই জমির মধ্যে ৩০ শতক খাস ও ২৪ শতক রেকর্ড বাবদ স¤্রাট ১২ লাখ টাকা নিয়ে মহসিনকে স্ট্যাপে পজেশন লিখে দেয়। কিন্তু স¤্রাটের অনুরোধে ২ শতক জমিতে আপাতত বসবস করার জন্য মহসিন স¤্রাটকে অনুমতি দেয়। এই সুযোগে স¤্রাট তার বসবসের ২ শতক জায়গা অন্যত্র আবারও বিক্রয় করে দেওয়ার জন্য পায়তারা করছে বলে মহসিন জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ আজগার আলী বুলু বলেন, সম্রাট মহাসিনের নিকট বন্দোবস্ত ও রেকর্ডীয় সম্পত্তি বিক্রয় করে বিদেশ যাওয়ার জন্য টাকা গ্রহন করে তার সম্পত্তি মহাসীনের নিকট হস্তান্তর করে। পরবর্তীতে স¤্রাট তার বন্দোবস্তকৃত সম্পত্তি মহাসীনের নিকট বসবাসের জন্য ফেরৎ চাই। মহাসীন তার প্রস্তাবে রাজি হলে আমার মাধ্যমে স¤্রাট এক লক্ষ টাকা ফেরৎ দেন। বাকি বত্রিশ হাজার টাকা এবং সম্পত্তির উপর ঘর বাড়ী নির্মান বাবদ টাকা পরিশোধের জন্য সময় প্রার্থনা করে। কিন্তু স¤্রাট নিদিষ্ট সময়ের ভিতরে টাকা পরিশোধ করতে পারে না। পরবর্তীতে মহাসীন জানতে পারে স¤্রাট জায়গা অন্য জায়গায় বিক্রয় করার জন্য পয়তারা করছে। এ নিয়ে উভয় পক্ষের ভিতরে বেশ কয়েকদিন বিরোধ চলে আসছিল। বিরোধ চলাকালীন সময়ের মধ্যে মহাসীনের পক্ষ থেকে স¤্রাটসহ বেশ কয়েক জনকে আসামী করে শ্যামনগর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছে। স¤্রাটের পক্ষ থেকেও একটি মামলা দায়ের করার জন্য প্রস্তুতি চলছে বলে আমি জানতে পেরেছি। আমিসহ ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন উভয় পক্ষকে নিয়ে বিষয়টি নিষ্পত্তি করার জন্য চেষ্টা করছি। এ বিষয়ে স¤্রাট বলেন, আমার উপর অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। আমি মহাসীনের জায়গা না আমার জায়গার উপর বসবাস করছি। একই জমি বার বার বিক্রয়ের বিষয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।