Site icon suprovatsatkhira.com

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : বিশ^ প্রবীণ নির্যাতন বিষয়ক সচেতনতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন সকাল ১০টায় সাতক্ষীরা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুশান্ত ঘোষ। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবেদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি অধ্যাপক আব্দুল হামিদ, ড. দিলারা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবু হেলাল, আশাশুনি উপজেলা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, তালা উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, কালিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ডা: মো: কাদের, কিশোরী মোহন সরকার, সারাঈ মো: কওছার আলী, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, বাবুলিয়া সেবা সংসদের জাহাঙ্গীর, টিআইবি’র একজন ইয়েস সদস্য মিলন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সাতক্ষীরা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের নির্বাহী সদস্য শহীদুর রহমান। এসময় প্রধান অতিথি বলেন, প্রবীণরা পরিবারের মধ্যেই অবজ্ঞা ও অবহেলার শিকার হয়। সে কারনে প্রবীণদের সম্পদ সন্তানদের মধ্যে ভাগ করে না দিয়ে নিরাপত্তা স্বার্থে নিজেদের নামে রাখতে হবে। প্রবীণ নির্যাতন বন্ধে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাহলেই সমাজে প্রবীণ নির্যাতন বন্ধ করা সম্ভব হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version