জুন ১৮, ২০২৩
প্রতাপনগরে পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্মম নির্যাতনের ঘটনায় থানায় মামলা
![]() নিজস্ব প্রতিনিধি : আশাশুনির কুড়িকাহুনিয়ায় পঞ্চম শ্রেণির ছাত্র খালিদ হোসেনকে নির্মম নির্যাতন চালিয়ে আহতের ঘটনায় আশাশুনি থানায় মামলা দায়ের করেছেন শিশুর মা রহিমা খাতুন। ৩ জনকে আসামী করে আশাশুনি থানায় তিনি ১৩(৬))২৩ নং এ মামলা দায়ের করেন। গত ৭ জুন দুপুরের দিকে এ ঘটনার পর আহত ঐ শিশুটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুর মা জানান আমার অসুস্থ স্বামী নুরুল ইসলামের সাথে একই গ্রামের মৃত ইয়াকুব আলী হাওলাদরের ছেলে মাকছুদুর রহমানের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুরে আমার ছেলে প্রতাপনগর ফাজিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র খালিদ হোসন (১২) মাদ্রাসা ছুটি হওয়ার পর বাড়ীতে এসে একই গ্রামের আয়নুদ্দীন সানার ছেলে মিজানুর সানার বসতবাড়ী সংলগ্ন মাকছুদুর রহমানের মৎস্য ঘেরের পাশে সাথীদের নিয়ে ফুটবল খেলছিল। খেলার মধ্যে তাদের মৎস্য ঘেরের পানিতে ফুটবল তুলতে নামলে মাকছুদ লোকজন নিয়ে সেখানে গিয়ে শিশু খালিদকে মারপিট করে এমনকি তাকে তুলে আছাড় মেরে গুরুতর আহত করে। খবর পেয়ে আশংকাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে এ্যম্বুলেন্স যোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি। 6,592,662 total views, 630 views today |
|
|
|