জুন ২২, ২০২৩
দেবহাটায় রোগীর সহায়তা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ
![]() দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে রোগীর সহায়তায় চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সেমিনার কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীর সহায়তায় চেক প্রদান করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, পল্লী বিদ্যুৎ এর দেবহাটা সাব জোননালের এজি এম জহুরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন। এসময় ১৪ জন দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীর মধ্যে জনপ্রতি ৫০ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়। 6,592,877 total views, 845 views today |
|
|
|