জুন ১৫, ২০২৩
দেবহাটায় উপজেলা চেয়ারম্যান কাপ টুর্নামেন্টে চাঁদপুর যুব সংঘ জয়ী
![]() দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় উপজেলা চেয়ারম্যান ক্রিকেট টুর্নামেন্টে চাঁদপুর যুব সংঘ জয়ী হয়েছে। সাংবাড়িয়া যুব সংঘের আয়োজনে স্থানীয় মাঠে আল-মাওয়া ইন্টারন্যাশনাল ও মোমিনুর রহমানের সার্বিক ব্যাবস্থাপনায় উক্ত ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর যুব সংঘ বনাম চম্পাফুল ক্রিকেট টিমের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, আল-মাওয়া ইন্টারন্যাশনাল এর পরিচালক মোঃ মহিউদ্দিন, ইউপি সদস্য যথাক্রমে আজগর আলী ছোট, মনিরুল ইসলাম, মোনায়েম হোসেন, জাকির হোসেন, ফরিদা পারভীন সাবেক ছাত্রলীগ নেতা মোঃ কাইয়ুম হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। খেলায় চম্পাফুল ক্রিকেট টিমকে হারিয়ে চাঁদপুর যুব সংঘ জয়ী হয়। 6,592,788 total views, 756 views today |
|
|
|