জুন ৮, ২০২৩
দেবহাটার রবীন্দ্র মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা
![]() দেবহাটা প্রতিনিধি : অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি ও মিষ্টিজাত দ্রব্য প্রস্তুত, বিক্রি ও প্রতিষ্ঠান পরিচালনার হালনাগাদকৃত বৈধ কাগজপত্র না থাকায় দেবহাটার সখিপুর বাজারের রবীন্দ্র মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানাসহ একমাস প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহষ্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের চলতি দায়িত্বরত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম প্রতিষ্ঠানটিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি ও মিষ্টিজাত দ্রব্য উৎপাদন, বিক্রি এবং প্রতিষ্ঠানের হালনাগাদকৃত বৈধ কাগজপত্র না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিক সুশীল কুমারকে ২০ হাজার টাকা অর্থদ্বন্ড এবং পরবর্তী একমাস উক্ত প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত। 6,580,263 total views, 1,681 views today |
|
|
|