Site icon suprovatsatkhira.com

জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি : ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ জুন) বেলা ১১টায় জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামলেন্দু দাশ। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শেখ হেদায়েতুল ইসলাম।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণে সাতক্ষীরা সদরের ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫জন শিক্ষার্থী অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানে সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version