জুন ১৬, ২০২৩
গাবুরা ডুমুরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ভবনের উদ্বোধন
![]() আল-হুদা মালী, গাবুরা শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ডুমুরিয়া রাহে জান্নাত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সহ লিল্লাহ বোডিং এর ভবন উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৬ জুন) জুম্মা নামাজের পর শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শুভ উদ্বোধন উপলক্ষে ফলক উন্মোচন করেন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল বলেন, দ্বীন শিক্ষা এমন একটি মাধ্যম যে, সমাজের অন্যায় অপরাধ ও শৃঙ্খলা বজায় রাখতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাবুরা ইউনিয়ন পরিষদের ৭নং ইউপি সদস্য ও অত্র প্রতিষ্ঠানের (সভাপতি) জি, এম, আবিয়ার রহমান, এবং বিভিন্ন মসজিদের সভাপতি, সাধারণ সম্পাদক, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, অত্র প্রতিষ্ঠানের মোয়াল্লিম হযরত মাওলানা মোঃ মনিরুজ্জামান, এবং অনুষ্ঠানের শেষে, দেশ ও জাতির কল্যাণে অত্র ভবন নির্মাণের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করেন, লক্ষ্মীখালী বাগে জান্নাত হাফিজিয়া মাদ্রাসার মোয়াল্লিম হযরত মাওলানা মোঃ আকিজ উদ্দীন। 6,577,267 total views, 1,653 views today |
|
|
|