Site icon suprovatsatkhira.com

কয়রায় একটি পুকুরের পানি দুটি গ্রামের মানুষের ভরসা

Exif_JPEG_420

মোঃ রউফ, কয়রা প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলা সদর ইউনিয়নের ৫নংকয়রা গ্রামের সরকারি পুকুরের পানি দুটি গ্রামের মানুষের ভরসা। এ-ই গ্রামের চারপাশ দিয়ে বয়ে যাওয়া শাকবাড়িয়া নদী ও কাশীর খাল দিয়ে প্রবাহিত হয় লবণ পানি। এসব এলাকায় গভীর নলকূপ বসিয়েও মিষ্টি পানি পাওয়া যায় না। সরকারি পুকুরের পানি বিশুদ্ধ করার জন্য দুটি ফিল্টার থাকলেও অকেজো হয়ে পড়ে আছে। এ বিষয়ে কথা হয় ঐ এলাকার স্থানীয় কয়েকজন বাসিন্দাদের সাথে কথা হয়। তারা বলেন, আমাদের এ-ই পুকুর থেকে প্রতিদিন প্রায় কয়েকশ মানুষ পানি নিয়ে যায়। শুধু তাই নয় পাশের গ্রাম ৬নং কয়রা থেকে ও কয়েকশ মানুষ এই পুকুর থেকে পানি নিয়ে যায়। খরার মৌসুম আসলে পুকুরে খুব বেশি পানি থাকে না। যদি পুকুরটি খনন করা যেতো তাহলে আরো ভালো হতো। পানি বিশুদ্ধ করণ দুটি ফিল্টার থাকলেও সেগুলো অকেজো হয়ে গেছে। নতুন করে সংস্কার করলে মানুষ বিশুদ্ধ খাবার পানি পেতো।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version