জুন ১৮, ২০২৩
কালিগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে কুশুলিয়া চ্যাম্পিয়ন
![]() নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্দ্ধ-১৭ এর ফাইনাল খেলা রোববার বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু। উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার। উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। 6,558,207 total views, 229 views today |
|
|
|