Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে মুরগীর মাংসের দোকানে জরিমানা আদায়

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে ব্রয়লার মুরগীর মাংস বিক্রয় করার কারণে চার মাংস বিক্রেতা মালিককে ১৭ শত টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বেলা ১ টার সময় আকস্মিকভাবে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমীনা সুলতানা নীলার নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

সুত্র জানায়, সহকারী কমিশনার(ভূমি) তাহমীনা সুলতানা নীলার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম কলারোয়া বাজারের পাকা ব্রীজের মাথায় অবস্থিত মুরগীর মাংসের দোকানে অভিযান চালায়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে মুরগীর মাংস বিক্রি করার অপরাধে ভোক্তা সংরক্ষণ আইনে তিনটি মুরগীর মাংসের দোকানের মালিককে ৫ শত টাকা করে ১৫ শত টাকা ও আর একটি দোকানীকে ৩ শত টাকাসহ মোট ১৭ শত টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত চলাকালে উপস্থিত ছিলেন কলারোয়া থানার এএসআই ইমাম হোসেন, ভূমি অফিসের মন্টু প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version