Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল ইসলাম। উপ-সহকারী কৃষি অফিসার দীপক মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, মেরিন ফিসারিজ অফিসার রতœা সাহা প্রমুখ।
এদিন ১০০০ কৃষককে ৫ কেজি করে বীজ ধান, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version