নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের খেলাধুলা সরঞ্জামাদি ক্রয়ে নিন্মমানের মালামাল সরবরাহের অভিযোগ উঠেছে। আশাশুনি উপজেলায় সরকারের নীড বেইজ প্লেয়িং এক্সেসরিস প্রকল্পের আওতায় ১৫ টি স্কুলে বাচ্চাদের জন্য দেড়লক্ষ টাকা ব্যয়ে (বহন ও স্থাপন খরচ ধরে) খেলাধুলার সরঞ্জাম বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় খেলার সামগ্রীর মধ্যে ১টি করে ¯িøপার, দোলনা, ঢেঁকিকল ও হাইরিং। উপজেলার বদরতলা, বসুখালী, গাজীপুর, মাড়িয়ালা, গুনাকরকাটি, আগরদাড়ি, কচুয়া, যদুয়ারডাংগা, জামালনগর, শ্রীকলস, রাউতাড়া, পিরোজপুর, কাকবাসিয়া, কুড়িকাহুনিয়া ও কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলি এ বরাদ্দ পেয়েছে। এরমধ্যে গাজীপুর ও মাড়িয়ালা স্কুলে মালামাল স্থাপনের কাজ সম্পন্ন করা হয়েছে। স্কুলের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের সমন্বয়ে মালামাল ক্রয়ের কথা থাকলেও একাধিক স্কুলে সমন্বয়হীনতার কারণে বরাদ্দের খবর গোপন, অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে নিন্মমানের মালামাল সরবরাহের অভিযোগ করছেন কেউ কেউ। কাকবাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবদুর রশিদ ক্ষোভ প্রকাশ করে বলেন প্রধান শিক্ষক আমাকে কিছু না জানিয়ে মালামাল গুলি ক্রয় করেছেন। মালামালগুলি নিন্মমানের কারণ নতুন স্টিলের মালামালগুলি ইতোমধ্যে দুমড়ানো ও ভাঙ্গা পাওয়া গেছে। আমি সেগুলো বদলে নতুন মালামাল ক্রয়ের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এ ব্যাপারে প্রধান শিক্ষক মনিরুজ্জমানের ফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। কুড়িকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সুপা রানী দাশ বলেন- গত সপ্তাহে মালামাল স্কুলে আসার পরে জানতে পেরেছি। মালামাল খারাপ বলব না তবে খুব ভালোও বলা যাবে না। এ নিয়ে ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যের মধ্যে অসন্তোষ তৈরী হলে প্রতাপনগর ক্লাস্টারের এটিইও সোহাগ আলম সাহেব এসে মধ্যস্ততা করে দিয়েছেন। এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিলুফার ইয়াসমিনের কাছে ফোনে মালামাল কবে কেনা হয়েছে জানতে চাইলে ‘খাতা দেখে জানাচ্ছি’ বলে আর ফোন রিসিভ করেননি। উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রকিব জানান- পূর্ববর্তী শিক্ষা অফিসার গাজী সাইফুল আলমের সময় বরাদ্দকৃত মালামাল গুলো তার দিকনির্দেশনা অনুযায়ী ক্রয় করেছেন। ম্যানেজিং কমিটির সভাপতির সাথে দু’য়েক স্থানে সমন্বয়হীনতা থাকতে পারে। একটি ট্রাকে করে ৩ টি স্কুলের সরঞ্জাম নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাবশতঃ কাকবাসিয়া স্কুলের কয়েকটি মালামাল ক্ষতিগ্রস্ত হবার খবর পেয়েছি। প্রধান শিক্ষককে সেগুলো পাল্টে দিতে বলা হয়েছে। এছাড়া ম্যানেজিং কমিটির সাথে সমন্বয় রেখেই সরঞ্জামগুলো ক্রয় ও স্থাপন করার জন্য বরাদ্দপ্রাপ্ত সকল প্রধান শিক্ষককে বলা হয়েছে।
আশাশুনিতে শিশুদের জন্য নিন্মমানের খেলাধুলা সরঞ্জামাদি সরবরাহের অভিযোগ!
https://www.facebook.com/dailysuprovatsatkhira/