জুন ২৩, ২০২৩
আশাশুনিতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
![]() নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জন্ম দিনের কেক কাটা ও আলোচনা সভা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। উপজেলা আ’লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, আশাশুনির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, যুবলীগ সাধারণ সম্পাদক স ম সেলিম রেজা মিলন, ইউপি চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, শেখ মিরাজ আলী, হোসেনুজ্জামান হোসেন, দিপঙ্কর কুমার সরকার দিপ, প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, ওমর ছাকি পলাশ, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু প্রমুখ। 6,592,677 total views, 645 views today |
|
|
|