Site icon suprovatsatkhira.com

আম্ফানে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার হয়নি তিন বছরেও

Exif_JPEG_420

মোঃ রউফ, কয়রা প্রতিনিধি : গত তিন বছর আগে ঘূর্ণিঝড় আম্ফানে কাশির হাট খোলা গ্রামের বেড়িবাঁধ ভেঙে লোকালয় পানি প্রবেশ এবংপ্রায় তিন কিলোমিটার রাস্তা টি লবণ পানিতে ভেঙে যায়। বিষয় টা নিয়ে সরজমিনে কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়ন এ-র কাশির হাট খোলা গ্রামের সাধারণ মানুষের সাথে আলাপ করলে বলেন দীর্ঘ তিন বছর পর হলেও আমাদের এলাকার একমাত্র যাতায়াতের পিচের রাস্তা টি ভাংগা চোরা অবস্থা পড়ে আছে। আমরা কয়েক বার স্থানীয় ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যান কে জানিয়েছি কিন্তু তাঁরা এখনো পর্যন্ত পদক্ষেপ নিইনি। ঐ এলকার বেশ কিছু ভ্যান চালক, ইজিবাইক চালক ও মোটরসাইকেল চালকদের সঙ্গে কথা হলে বলেন শুধু এ-ই রাস্তা দিয়ে এ-ই এলাকার লোকজন চলাফেরা করে না পাশাপাশি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা, পাতা খালী সহ বেশ কয়েক গ্রামের মানুষ-জন চলাফেরা করে। রাস্তা দিয়ে প্রতিদিন প্রাথমিক থেকে কলেজে পড়ুয়া শিক্ষক- শিক্ষার্থী সহ হাফিজিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা শিক্ষার্থীরা ও যাতায়াত করে থাকে। শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষের দাবি দূরত্ব আমাদের এলাকার রাস্তাটি সংস্কার করে দেওয়া হোক। বিষয়টা নিয়ে কথা বলেছিলাম উত্তর বেদকাশি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ কোম্পানি নূরুল ইসলাম এ-র সাথে তিনি রাস্তা টির প্রায় আধা কিলোমিটার জায়গা দিয়ে খাল হয়ে গেছে কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আমরা বিকল্প একটি রাস্তা করে দিয়েছি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version