মে ৬, ২০২৩
সুন্দরবনে পর্যটকদের প্লাস্টিক সামগ্রী বহনের দায়ে ট্রলার চলাচল নিষিদ্ধ
নিজস্ব প্রতিনিধি: যত্রতত্র প্লাস্টিক সামগ্রী ব্যবহারের অভিযোগে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পর্যটনকেন্দ্র কলাগাছি ও দোবেকিতে পর্যটকবাহি ট্রলার চলাচল সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। শনিবার সকাল থেকে বনবিভাগ ট্রলার চলাচলের অনুমতি বন্ধ করে দেয়। শ্যামনগরের মুন্সিগঞ্জের খেয়াঘাটের ট্রলাক মালিক ফেরদৌস আহমেদ বলেন, শনিবার ছুটির দিন হওয়ায় বেশকিছু পর্যটক সুন্দরবনে যাওয়ার জন্য আসের মুন্সিগঞ্জে। দুটি ট্রলার সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করার পরপরই ট্রলারের অনুমতিপত্র দেওয়া বন্ধ করে দেয় মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তারা। খোঁজ নিয়ে জানা যায় যে পর্যটকরা প্লাস্টিকের বোতল ও খাবারের প্যাকেট বহন করায় ও তা যত্রতত্র ফেলে দেওয়ায় পরিবেশ ও নদী দূষণের হাত থেকে বাঁচাতে ট্রলার চলাচলের অনুমতিপত্র দেওয়া সাময়িক বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, ট্রলার মালিকসহ পর্যটন সংশ্লিষ্টদের সাথে সহকারী বন সংরক্ষকের আলোচনা করা হবে। তিনি আশা করেন, ট্রলার চালকদের রুটি রুজি ও বনবিভাগের রাজস্ব আদায়ের সামগ্রিক বিষয়টি ভেবে সমাধান হয়ে যাবে। 8,565,654 total views, 4,359 views today |
|
|
|