ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার ঐতিহ্যবাহী বিদাপীঠ ‘সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয়’ এর প্রাক্তন ছাত্রদের মিলনমেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র শেখ আজহার হোসেনের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রাক্তন ছাত্র রাশিদুজ্জামান রাশির সঞ্চালনায় এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র নূরুল হক, ডা. আবুল কালাম বাবলা, অ্যাড. খোকন, মঞ্জুরুল হক, কাজী আকতার হোসেন, আবু আফনান রোজ বাবু, কাজী মারুফ, রওনক বাসার, আলমগীর হোসেন, নূর-মনোয়ার হোসেন, রুমন হোসেন প্রমুখ। প্রস্তুতি সভায় সকলের সম্মতি ক্রমে আগামী ঈদ-উল আজহা’র তৃতীয় দিন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে মিলন মেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া মিলনমেলা সফল করতে সর্বসম্মতিক্রমে শেখ আজহার হোসেনকে আহ্বায়ক করে এবং কাজী আকতার হোসেনকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া কমিটিতে পিএন স্কুলের প্রাক্তন ছাত্র ডা. আবুল কালাম বাবলা, অ্যাড. খোকন ও মঞ্জুরুল হককে যুগ্ম আহ্বায়ক করে উপস্থিত সকল প্রাক্তন ছাত্রদের সদস্য করে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
মিলনমেলার প্রস্তুতি সভায় অন্যান্য প্রাক্তন ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন, ৮৮ ব্যাচের মো. মারুফ, এসএসসি ৯০ ব্যাচের মো. টুটুল, ৯৩ ব্যাচের অসিম, ৯৪ ব্যাচের টগর, নাশু, ৯৬ ব্যাচের রনি, ফরহাদ, ৯৮ ব্যাচের হাকিম, ৯৯ ব্যাচের রিয়াজুল ইসলাম, ২০০০ ব্যাচের রাসেল, সজল, ২০০৩ ব্যাচের আলমগীর হোসেন, ০৮ ব্যাচের জিসান, রোজেন, নুরুস-সালাম অভি, আল-জামির হোসেন, আব্দুল কাদের সুমন, মাজহারুল ইসলাম, ০৯ ব্যাচের রাব্বি, ১২ ব্যাচের আসলাম, মামুন, ১৬ ব্যাচের সবুজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মিলনমেলা সফল করার লক্ষে আগামী বুধবার বিকাল ৫টায় একই স্থানে পুনরায় আলোচনা সভা আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী সভায় সাতক্ষীরা পিএন স্কুলের প্রাক্তন ছাত্রদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।