Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে প্রতিষ্ঠান প্রধান ও কমিটির সভাপতিদের কর্মশালা অনুষ্ঠিত

মোস্তফা কামাল : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠানপ্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিদের নিয়ে নির্দেশিকা, প্রাতিষ্ঠানিকীকরণ ও সচেতনতার উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে (শুক্রবার) শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়াধীন এসইডিপি কর্মসূচীর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে শ্যামনগর মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেইজ গ্রান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিমের অর্থায়নে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস, এম, আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি, এম, আকবর কবীর প্রমূখ।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মুহাম্মদ (তেজারত) সঞ্চালনায় অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন- কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ ও শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান।শ্যামনগর উপজেলার সকলমাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠানপ্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন। এ প্রকল্পের আওতায় নির্বাচিত প্রতিষ্ঠানসমূহ ৫ লক্ষ টাকা করে, উপজেলা পর্যায়ে মাধ্যমিক থেকে ১০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থী ১হাজার টাকা করে ও উচ্চ মাধ্যমিক থেকে ১০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থী ২হাজার ৫ শত টাকা করে পাবে। ২ জন শিক্ষক ১লক্ষ টাকা পাবেন। এছাড়া প্রতিষ্ঠান প্রধান ও সভাপতি ৭ দিনের বিদেশ ভ্রমন করতে পারবে।আগামী ১১ জুনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version