Site icon suprovatsatkhira.com

শ্যামনগরের সাব-রেজিস্ট্রারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা

সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : জালিয়াতির মাধ্যমে দলিল সম্পাদন করায় শ্যামনগর উপজেলা সাব-রেজিষ্ট্রার মইনুল হকসহ ৯ জনের বিরুদ্ধে বিজ্ঞ শ্যামনগর সিনিয়র সহকারী জজ আদালতে দেঃ ১২৪ নং মামলা দায়ের হয়েছে। এছাড়া একই বিষয়ে দুদকে অভিযোগ করেছেন শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের মৃত হযরত আলী গাজীর ছেলে মোঃ আব্দুর সাত্তার। মামলায় বিবাদী করা হয়েছে শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের মোহর আলী সরদারের পুত্র মোঃ সানাউল্লাহ সরদার, মৃত এন্তাজ আলী সরদারের পুত্র মহব্বত আলী সরদার, মৃত আশরাফ আলী গাজীর পুত্র মোঃ আব্দুর রাজ্জাক গাজী, মৃত গোলজার আরী মোড়লের পুত্র বুলবুল ইসলাম মোড়ল, গোবিন্দপুর গ্রামের মোঃ আমজাদ হোসেনের পুত্র মোঃ ইদ্রিস আলী, গৌরীপুর গ্রামের মোঃ পিয়ার আলীর পুত্র মোঃ মেহেদী হাসান, শ্যামনগর সাব রেজিঃ অফিসের দলিল লেখক এস,এম, মিজানুর রহমান (লাইসেন্স নং – ৩০/১৯৮৭), শ্যামনগর সাব রেজিষ্ট্রি অফিসার ও জেলা রেজিষ্ট্রার।

মামলার কপি অনুযায়ী জানা যায়, বাদী আব্দুর সাত্তার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী মৌজার এস, এ-১১০১, এস এ দাগ- ৮৮৪,৮৮৫,৯২৫ ও বি এস খতিয়ান ১৭৬৭, দাগ – ১২২৮, ১২২৯১২৬৮, ১২৭০, ১২৭১, ১২৭২, জমির পরিমান ৬৬ শতক ভোগ দখলীকার থাকা স্বত্তে¡ও জাল মিউটেশন, জাল খাজনাসহ সকল কাগজ জাল সৃষ্টি করে শ্যামনগর সাব- রেজিস্ট্রার মইনুল হক ও দলিল লেখক মিজানুর রহমানকে মোটা অঙ্কের টাকায় ম্যানেজ করে জালিয়াতির মাধ্যমে দলিল করে নেন মামলার বিবাদীরা। এ বিষয়ে শ্যামনগর সাব-রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মইনুল হকের কাছে জানতে তার ব্যবহৃত ফোনে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version