মে ১৭, ২০২৩
পরিবহনের চাকায় পিষ্ট : দুর্ঘটনার ২২ ঘণ্টা পর মাছ ব্যবসায়ী বাসারের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি: দুর্ঘটনার ২২ ঘণ্টা পর দ্রæতগামি পরিবহনের চাকায় পিষ্ট মাছ ব্যবসায়ি আবুল বাসারের মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবুল বাসার (৫৫) সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের মৃত মোকাদ্দেস আলীর ছেলে। থানাঘাটা গ্রামের সুরাইয়া খাতুন জানান, তার বাবা আবুল বাসার তাকে মঙ্গলবার গতকাল সকাল ৯টার দিকে লাবসা মাধ্যমিক বিদ্যালয়ে নামিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মা চম্পার দরগার পরবর্তী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এসডি পরিবহন (ঢাকা মেট্রো-ব- ১৩-২৪৭০) তার বাবার মটর সাইকেলে সজোরে ধাক্কা মারে। এতে তার বাবা ও মটর সাইকেলটি পরিবহনের তলায় চলে যায়। পরিবহনটি তার বাবাকে টেনে ১০০ হাত দূরে নিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার রাতে তাকে ঢাকা নিউরো সার্জিারিতে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি না নেওয়ায় তাকে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ এÐ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল পৌনে সাতটার দিকে তার মৃত্যু হয়।
নিহত আবুল বাসারের বন্ধু ঢাকা ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সদমান সাকিব জিকো জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে বুধবার বিকেলে বাসারের লাশ সাতক্ষীরায় নিয়ে যাওয়া হবে। 8,591,160 total views, 7,846 views today |
|
|
|