Site icon suprovatsatkhira.com

দেবহাটায় অপরিপক্ক রাসানিক মিশ্রিত ৭ টন আম বিনষ্ট

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অপরিপক্ক রাসানিক মিশ্রিত আম জব্দ করেছে প্রশাসন। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অপরিপক্ক আম জব্দ করেন।

উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের তথ্য মতে, দেবহাটা ও আশেপাশের এলাকা থেকে বেশি মুনফার আশায় অপরিপক্ক আম রাজধানীতে প্রেরণ করছেন অস্বাধু ব্যবসায়ীরা। তারই ধারাবাহিতকায় গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার অভিযান চালিয়ে সখিপুর মোড় থেকে একটি আমের ট্রাক জব্দ করা হয়। যার মধ্যে ৩২৪ টি প্লাস্টিকের ক্যারেটে ৭টন রাসানিক মিশ্রিত অপরিপক্ক পাঁকা আম জব্দ করা হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, অভিযান চালিয়ে অপরিপক্ক এবং রাসায়নিক দিয়ে পাঁকানোর আমের ট্রাক জব্দ পরবর্তী দেবহাটা ফুটবল মাঠ বিনষ্ট করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version