তালা প্রতিনিধি: সমাজের পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে তালায় সামাজিক উদ্যোগে উন্নয়ন শীর্ষক ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা দলিত’র উদ্যোগে এবং খ্রিশ্চিয়ান এইড, বাংলাদেশ’র সহযোগীতায় ইয়াফসি-২ প্রকল্পের অধিন মঙ্গলবার সকালে উপজেলা প্রাণি সম্পদ অফিসের হলরুমে কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন, বালিয়া সূর্য্য তরুন সংঘের সভাপতি জয়দেব দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ ও তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, দলিত’র কর্মসূচী প্রধান বিকাশ কুমার দাশ। এসময় অন্যান্যের মধ্যে দলিত’র ম্যানেজার (অডিট এন্ড মনিটরিং) উত্তম কুমার দাস, কম্পিউটার প্রশিক্ষক পবিত্র দাস, সোশ্যাল মোবিলাইজার দিপ্তি দাস, ও সাপোর্ট স্টাফ যুগোল সরকার সহ ৩৫হন অংশগ্রহনকরী নারী-পুরুষ স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলন।