মে ২০, ২০২৩
তালায় প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার শীর্ষক সভা অনুষ্ঠিত
তালা প্রতিনিধি : তালা সদর ইউনয়ন পরিষদ হলরুমে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে এবং ক্রিশ্চিয়ান এইডের সহায়তায় গত ১৮ই মে সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, দলিত যুব ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব দাশ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন। বিশেষ অতিথর বক্তব্য রাখেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবদুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ারদার, ইউপি সচিব শাহানারা বেগম, ইউপি সদস্য শাহিদা বেগম ও সাংবাদিক জুলফিকার রায়হান প্রমুখ। সভায় তালা উপজেলা সদর ইউনিয়নে বসবাসরত দলিত জনগোষ্ঠীর উন্নয়নে প্রধান সমস্যা ও সমাধানে সুপারিশ বিষয়ে নিবন্ধ উপস্থাপন করেন, দলিত সংস্থার কর্মসূচি প্রধান বিকাশ কুমার দাশ। তিনি জানান, দলিত জনগোষ্ঠীর মানুষেরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক ও রাজনৈতিক মতামত প্রকাশ প্রভৃতি দিক দিয়ে পশ্চাদপদ। বিশেষ করে বিদ্যমান সেবা সম্পর্কে তথ্য না জানা বা অভিগম্যতা কম থাকা, পেশা পরিবর্তনে বাধার শিকার, পেশাগত দক্ষতা কম থাকা, দলিত পল্লীতে রাস্তাঘাট অনুন্নত থাকা, বাল্যবিবাহ ও মাদকাসক্ত হয়ে পড়া, হীনমন্যতায় ভোগা, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অভিগম্যতা কম থাকা সহ নানান সমস্যায় জর্জরিত। এসকল সমস্যার সমাধানে প্রস্তাবনা তুলে ধরে কমিউনিটির পক্ষে বক্তব্য রাখেন, বাধন দাস, পল্লব দাস, সৌরভ দাস, মিতালী দাস, গণগবেষক সন্ধ্যা রাণী দাস, যশোদা রাণী দাস ও আপো রাণী দাস। সভায়- আলোচন্য সমস্যা সমাধন সহ পিছিয়েপড়া জনগোষ্ঠীর বসবাস এলাকার রাস্তা ও অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রধান অতিথি সরদার জাকির হোসেন আশ^াস প্রদান করেন। সোশ্যাল মোবিলাইজার উজ্জ্বল দাসের সঞ্চলনায় উক্ত পরামর্শ সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, মিডিয়া কর্মী, দলিত ও প্রান্তিক জনগগোষ্ঠির সদস্য ও সেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। 8,569,929 total views, 8,634 views today |
|
|
|