Site icon suprovatsatkhira.com

তালায় নারীদের ভূমি ও কৃষিতে অধিকার বিষয়ক প্রশিক্ষণ প্রদান

তালা প্রতিনিধি : খাস জমি সহ ভূমি ও কৃষি কাজে অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে তালায় নারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তালা উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষন হলরুমে বুধবার (৩ মে) সকালে অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বেসরকারি সংস্থা উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা’র আয়োজনে এবং এএলআরডি’র সহযোগীতায় প্রশিক্ষন কর্মশালায় সভাপতিত্ব করেন, সংস্থার পরিচালনা কমিটির সভাপতি জয়ন্তী রানী মন্ডল।

সংস্থার প্রোগ্রাম অফিসার জুয়েল সরকারের পরিচালনায় এসময় বিশেষ অতিথির বক্তৃত করেন, কৃষি সম্প্রসারন অফিসার আফরোজা আক্তার রুমা, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শ্যামলী দাস ও উপদেষ্টা দিলিপ কুমার দাস প্রমুখ। প্রশিক্ষনে নারীদের কৃষি ও ভূমিতে অধিকার সহ নারী নির্যাতন প্রতিরোধ, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন ও স্থানীয় নেতৃত্বে নারীর অংশগ্রহন বৃদ্ধির উপর আলোচনা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version