Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জ কৃষ্ণনগরে ব্যাপক উৎসাহে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ সম্পন্ন

কৃষ্ণনগর প্রতিনিধি : কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে ব্যাপক উৎসাহে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ মে) বেলা ১১ টায় উপজেলার জয়পত্রকাটি ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে বালিয়াডাঙ্গা বাজারের বটতলায় স্থানীয় ভূমি কর্মকর্তা জালাল উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলার চৌকস সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, ইউনিয়ন আ’লীগের সাবেক সেক্রেটারী অমল কৃষ্ণ মাষ্টার, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সহ সভাপতি ইশরাত আলী, ইউপি সদস্য জবেদ আলী।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, সাংবাদিক শিমুল হোসেন, আলমগীর হোসেন, ডিএম জামাল উদ্দীন, তাপস কুমার ঘোষ, শাহাদৎ হোসেন, ভুমি অফিসের স্টাফ আয়ুব আলী ও ভূমি রনজিত কুমার সরকার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মোঃ আজাহার আলী বলেন আমি ধন্য হয়েছি এই জন্য যে, এ উপজেলার পৃথক ৮ টি ভূমি অফিসের মাধ্যমে যথাযথভাবে ভূমিসেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে সক্ষম হয়েছি। উৎসবমুখর পরিবেশে ব্যাপক উৎসাহে সাধারণ মানুষ ভূমিসেবা গ্রহন করেছেন। বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অংশ হিসাবে ভূমিসেবা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। সকল অনিয়ম দূর্ণীতির উদ্ধে থেকে নাগরিক সেবার লক্ষে ভূমিসেবা দেওয়া যায় তার দৃষ্টান্ত স্থাপন করতে চাই। তারই ধারাবাহিকতায় আমার ছুটেচলা উপজেলার একপ্রান্ত হতে অন্য প্রান্তে। সেক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগীতা চাই।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version