Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে র‌্যাবের অভিযানে নকল সার্টিফিকেট তৈরির অভিযোগে আটক : ২

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে নকল সার্টিফিকেট তৈরীর অভিযোগে সামি টেলিকম নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে র‌্যাব। সোমবার (৮মে) দুপুরে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল উপজলের নলতায় অবস্থিত সামি টেলিকমে কয়েকটি নকল সার্টিফিকেট ও সার্টিফিকেট তৈরীর নমুনা খুঁজে পাওয়ায় দুইজনকে আটক করেন।

আটকরা হলেন, সামি টেলিকমের পরিচালক নলতা ইউনিয়নের আব্বাসের হাটখোলা এলাকার লিয়াকত সরদারের ছেলে পলাশ সরদার ও প্রতিষ্ঠানের কর্মচারী একই ইউনিয়নের কাজলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে মো. হাসান।

সুনির্দিষ্ট তথ্যের এ অভিযান পরিচালনা করা হয়েছে জানিয়ে র‌্যাবের একজন সদস্য বলেন, পলাশ সরদার অর্থের বিনিময়ে দীর্ঘদিন যাবত নকল সার্টিফিকেট তৈরি করে আসছেন। তাদের বানানো এই ভুয়া সার্টিফিকেট অনেক মানুষের কাছে চলে গেছে। বিষয়টি অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version