কলারোয়া প্রতিনিধ : সাতক্ষীরার কলারোয়ায় দলিল লেখক, নকল নবিশ ও কর্মচারীদের কাজের মান বৃদ্ধি, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ মে) সকাল ১০ টা থেকে দিন ব্যাপী কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা সাব-রেজিস্টার মোঃ মঞ্জুরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা রেজিস্টার মোঃ আব্দুল হাফিজ, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা।
কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করে কলারোয়া উপজেলা সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক, নকলবিস, স্থায়ী কর্মচারী সহ প্রায়ই ৯০ জন। প্রশিক্ষণ কর্মশালার মাঝে প্রশিক্ষণার্থীদের কাজের মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে পুরস্কার বিতরণ করে অতিথিরা।