নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ৩৯ তম রোভার ফরমেট কোর্স শুরু হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার ১৭টি কলেজের রোভারের অংশগ্রহণে গত ২৩ মে থেকে আশাশুনি সরকারি কলেজ ক্যাম্পাসে এ কোর্স পরিচালনা করা হচ্ছে।
বাংলাদেশ স্কাউট সাতক্ষীরা জেলা রোভার এর আয়োজনে ২৩ মে কোর্সের শুভ উদ্বোধন করেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ।
জেলা রোভার সম্পাদক এস এম আসাদুজ্জামান, জেলা কমিশনার অধ্যাপক এমদাদুল হক, জেলা রোভার নেতৃবৃন্দ, আশাশুনি সরকারি কলেজের পবিত্র কুমার দাশ প্রমুখ কোর্স পরিচালনা করছেন।
কোর্সে ১৭ কলেজের ৮৪ জন রোভার (ছাত্রছাত্রী) ৮ গ্রুপে বিভক্ত হয়ে কোর্সে অংশ নিয়েছে। ২৬ মে আত্মশুদ্ধি শেষে দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে কোর্সের সমাপ্তি ঘটবে বলে জানাগেছে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/