Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে দূর্নীতি বিরোধী র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে দূর্নীতি বিরোধী র‌্যালী, আলোচনা সভা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দূর্নীতি দমন কমিশন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চিত্তরঞ্জন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার।

দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সঞ্চালনায় “রুখবো দূর্নীতি গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ” এ ¯েøাগানকে সামনে রেখে
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সুবোধ চক্রবর্তী, জিএম মুজিবর রহমান, প্রভাষক সজল কুমার আঢ্য, জাহিদুল ইসলাম, রতন অধিকারী, ক্রীড়া শিক্ষক নুরুল ইসলাম। সদস্য আবদুল মান্নান, রেহেনা আক্তার, মমতাজ বেগম, খুকুমণি সরকার প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আশাশুনি সরকারি কলেজ ও মহিলা কলেজ দুইটি দলের মধ্যে আশাশুনি সরকারি কলেজ বিজয়ী হয়। এছাড়া আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা রচনা প্রতিযোগিতা করেন। সবশেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version