Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে আইডিয়াল’র চাইল্ড ইম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্পের অবহতিকরণ সভা

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল এর উদ্যোগে চাইল্ড ইম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্পের অবহতিকরণ এবং অন্তর্ভূক্তিমূলক পরিষেবা বিধানের জন্য প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১১টায় লিলিয়ানা ফন্ডস নেদারল্যান্ডস এর অর্থায়নে সেন্টার ফর ডিসএ্যাবল ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগতিায় এবং আইডিয়াল এর বাস্তবায়নে আশাশুনি উপজেলা বিআরডিবি হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
চাইল্ড ইম্পাওয়ারমন্টে প্রোগ্রাম প্রকল্পের ব্যবস্থাপক মো. মিজানুর রহমান প্রকল্প সর্ম্পকে উপস্থিত সকলকে অবহিত করনে।

প্রকল্প সুপারভাইজার সুব্রত বাছাড় এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রকিব, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. দীপন কুমার বিশ্বাস, উপজলো কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, সহকারী প্রাণিসম্পদ র্কমর্কতা ডা. মো. তরিকুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সঞ্জয় কুমার দত্ত, সহকারী মৎস্য কর্মকর্তা উজ্জ্বল কুমার অধিকারী, মৌমাছি এর নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক, বারসিক এর উপজেলা কোঅর্ডিনেটর আসাদুল ইসলাম, উন্নয়ন এর টেকনিশিয়ান মোঃ. কুতুব উদ্দীন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version