Site icon suprovatsatkhira.com

৪৪ টাকা চাউল ও ৩০ টাকা ধান আশাশুনিতে অভ্যন্তরিণ বোরো সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিনিধি : ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ শ্লোগানকে সামনে রেখে আশাশুনিতে অভ্যন্তরিণ বোরো সংগ্রহ-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। এবছর ৪৪ টাকা কেজি দরে ১৫৪ মে.টন চাউল ও ৩০ টাকা কেজি দরে ৬৪৪ মে.টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্দ্ধারন করা হয়েছে।

মঙ্গলবার আশাশুনি এল এস ডিতে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসাবে লাল ফিতা কেটে সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) সহকারী কমিশনার (ভূমি) দিপারানী সরকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা সঞ্জয়ূ কুমার ঘোষ, ওসিএলএসডি (আশাশুনি) উত্তম কুমার দত্ত।
আশাশুনিতে ৩ জন মিলারের কাছ থেকে চাউল ক্রয় করা হবে এবং কৃষি অফিস থেকে প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক অনুমোদিত কৃষক তালিকায় থাকা কৃষকরা প্রত্যেকে ৩ মে.টন করে ধান দিতে পারবে। উদ্বোধনি দিনে কুল্যার কৃষক ইয়াকুব আলী ৩ মে.টন ধান এবং বাহাদুরপুরে অবস্থিত মেসার্স মা রাইচ মিল মালিক আছাদুল্লাহ চাউল বিক্রি করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version