মে ১৫, ২০২৩
সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতি’র দ্বি-বাষিক নির্বাচন সম্পন্ন সভাপতি মাহাবুব : সম্পাদক কবির
![]() নিজস্ব প্রতিবেদক : উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নির্বাচন-২০২৩ সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ মে) সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১০৩ জন ভোটারের মধ্যে ১০৩ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ৪টি ভোট বাতিল বলে গণ্য হয়। নির্বাচনে সভাপতি পদে শেখ মাহাবুব উল্লাহ ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মো. হায়দার আলী পেয়েছেন ২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. হুমায়ুন কবির ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মো. নাসির উদ্দিন পেয়েছেন ৪৪ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. আবু হাসান ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব শেখ ইসতিয়াক আহমেদ পেয়েছেন ৪৪ ভোট। প্রচার সম্পাদক পদে মো. মোহায়মেনুল আলম (মারকোচ) ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আল আমিনুর রশিদ (সবুজ) পেয়েছেন ৪৪ ভোট। এছাড়াও বিনা প্রতিদ্ব›িদ্বতায় সহ-সভাপতি পদে জি.এম আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম মুন্না, দপ্তর সম্পাদক পদে মো. মহিদুল ইসলাম, অডিটর পদে মো. আল মাহমুদ, কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে এসএম ওমর ফারুক, মোবাশ্বেরুজ্জামান টুটুল, মাও. মিজানুর রহমান ও মো. হাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন রফিকুল ইসলাম দিপু। 6,238,638 total views, 1,849 views today |
|
|
|