Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা জেলা মন্দিরে ষোল প্রহর ব্যাপী শ্রী শ্রী মহানামযজ্ঞ

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা মন্দিরে ষোল প্রহর ব্যাপী শ্রী শ্রী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ মে) পুরাতন সাতক্ষীরা জেলা মন্দির সমিতির আয়োজনে নাট মন্দির প্রাঙ্গণে জেলা মন্দির সমিতির সভাপতি এডভোকেট সোমনাথ ব্যানার্জীর সভাপতিত্বে প্রথম দিনের মহানামযজ্ঞের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষেরা শান্তিপূর্ণভাবে তাদের স্ব-স্ব আচার অনুষ্ঠান ভালোভাবে পালন করতে পারে। জাতির জনক বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তবে রুপ দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আবারো ক্ষমতায় যাবে এবং জননেত্রী শেখ হাসিনা আবারও সরকার গঠন করবেন সেই সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।”

নাট মন্দির প্রাঙ্গণে ষোল প্রহর ব্যাপী মহানামযজ্ঞের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, জেলা-উপজেলা মন্দির সমিতির সহ-সভাপতি গোষ্ঠ বিহারী মন্ডল, সহ-সভাপতি স্বপন কুমার শীল, দাশ সনাতন চন্দ্র, সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, যুগ্ম সম্পাদক বিকাশ চন্দ্র দাস, সহ-সম্পাদক সঞ্জীব ব্যাণার্জী, সাংগঠনিক সম্পাদক প্রাণ নাথ দাস, সাহিত্য সম্পাদক অসীম কুমার দাস সোনা, অডিটর বলাই দে, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পলাশ দেবনাথ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহসভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তাহমিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভিন শাপলা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ ২নং ওয়ার্ড শাখার সভাপতি মীর হাবিবুর রহমান বিটু, জেলা মন্দিরের যুব কমিটির সভাপতি অমিত ঘোষ বাপ্পা, সহ-সভাপতি সঞ্জীব বিশ্বাস প্রমুখ। প্রথম দিনের মহানামযজ্ঞ হরিনাম বন্দনা করেন খুলনার বাগেরহাটের আদি রামকৃষ্ণ স¤প্রদায়। এসময় জেলা মন্দির সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version