মে ১৫, ২০২৩
সাংসদ বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক’র মৃত্যুতে সদর এমপির শোক
![]() মাহফিজুল ইসলাম আককাজ : ঢাকাই চলচ্চিত্রের জননন্দিত নায়ক, ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক এঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। রক্তে সংক্রমণজনিত জটিলতা নিয়ে দেড় বছরের বেশি সময় ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন তিনি। ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক এঁর মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা এমপি বলেন, “আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। দেশ ও জাতি একজন বীর সন্তানকে হারাল। সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফারুক এঁর মৃত্যুতে দেশের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। 6,254,835 total views, 3,902 views today |
|
|
|