মে ২৫, ২০২৩
শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পের উদ্বোধন
মোস্তফা কামাল : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১৯১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু নিরোধক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২৫মে (বৃহস্পতিবার) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা সদরে ১৬০নং শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস,এম, জগলুল হায়দার। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি জগলুল হায়দার বলেন, ‘ডেঙ্গুর প্রকোপ এবং বিস্তার ধ্বংসের লক্ষ্যে ফুলের টপ, স্কুলের ফুলবাগান এবং স্কুলের আঙিনা নিয়মিত পরিষ্কার করতে হবে’। উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিজ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আকতার হোসেন, সহকারী শিক্ষা অফিসার প্রকাশ কুমার, ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীনেশ কুমার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (হেলাল), বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি পরিমল কুমার কর্মকার, ১২টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের সচিববৃন্দ, মশা নিধন সার্ভিসের পরিচালক মোহাম্মদ আলী চৌধুরী, খানপুর মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 8,567,216 total views, 5,921 views today |
|
|
|